রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন
Jubayar Hasan,প্যারিস থেকেঃ
একটা সময় আমাদের জেলা মৌলভীবাজারের
মৌলভীবাজার-২ (কুলাউড়া, কমলগঞ্জ আংশিক)এর রাজনীতি ছিল যথেস্ট পরিচ্ছন্ন।
৩ দলের ৩ নেতা আওয়ামীগের
সুলতান মনসুর,
বিএনপির এম এম শাহীন,
জাতীয়পার্টির নবাব আলী আব্বাস’দের পতনে সে কুলাউড়ার রাজনীতিতে আজ শনির দশা!
ইনারা-উনারা-তাহারা মিলিয়া সে পরিস্কার রাজনৈতিক সংস্কৃতি আজ গোরস্তানে….
এ অঞ্চলের রাজনীতি চলছে সুতা ছাড়া ঘুড্ডির মতো!
৩ জন নেতাই বিশ্বাসভঙ্গের তালিকায় নীতি বিক্রি করে দল বদলেছেন,বদলাচ্ছেন হরদম!
আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বেঈমানীর ষোলকলায় বিকল্পধারায় গিয়ে মহাজোটের প্রার্থী হতে লবিংয়ে এম এম শাহীন,
সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান বিএনপি জোট ছেড়ে জাতীয় পার্টিতে ফিরে মহাজোটের প্রার্থী হতে লবিংয়ে!
আওয়ামীলীগ ছেড়ে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে প্রার্থী হচ্ছেন সুলতাম মোহাম্মদ মনসুর আহমেদ।
৩ জন নেতার ই নিজস্ব বলয়ের কর্মী-সমর্থক আছে।
টাকা আর পল্টিবাজির জোরে তারা এমপি/মন্ত্রী হয়তো হতে পারবেন।
কিন্তুু,৩ দলের এতো এতো কর্মী/সমর্থক/শুভাকাঙ্ক্ষীদের আবেগ-অনুভূতির
সাথে প্রতারণা করার অধিকার তাদের কে দিয়েছে?
এতদঞ্চলের মানুষকে লজ্জ্বিত করার অনুমতি তাদের কে দিয়েছে?
দল-প্রার্থীতা রাতারাতি বদলের এমন নির্লজ্জ্ব
বেঈমানী কোনদিন নির্বাচনী এলাকার জন্য
চমকের হয় না;
এলাকার জন্য কলংকের হয়।
মুখ ফিরিয়ে নিয়ে রাজনৈতিক এ ভন্ডদের প্রত্যাখান করার এখনই সময়।
Leave a Reply